খোসার ভিতর খোস মেজাজ
সুখে কাটাও সময়,
শ্রীধামের সুধা শ্রীমুখে তুমি
খেয়ে হও তন্ময়।


অমৃতে খোঁজ অমরত্ব পেতে
প্রাণ সখার প্রাণ কেড়ে,
বিপদ বৈতরণী পারে বন্ধু বানাও
সুসময়ে তারে রাখ দূরে।


বীরত্ব দর্শাও পরের বীর্য্যে
কৃত কৃতিত্ব নাও নিজে,
কৃপণ বড় পরের কারিশমায়
হা হুতাশে নয়ন ভিজে।


লালিত্য খোঁজ ললনার দেহে
লাবণ্য না খোঁজ কর্মে,
হীনমন্যতায় ভুগ হৃদয়বানকে দেখে
হিংসায় জ্বলো তুমি মর্মে।


পাণ্ডিত্য তোমার পণের জন্য
পাদুকা বহে কনের বাপ,
বিদ্বান তুমি বিবেকের নও
বিদ্যাধারী কেউটে সাপ।
                ------- রঞ্জন গিরি।