বিগ্রহ তুই ভেঙ্গে খ্যাপা
বিদ্যা জানিয়ে দিলি,
বিদায় দিয়ে মনুষত্বে
বিবেক খোয়ালি!
বিঘাতী তুই বিগ্রহের
বিকৃত মানসিকতা!
বিচেয়তার ক্ষমতা নেই
বিছুটি তোর পরিত্রাতা।
বিচেতন তোর সর্ব অঙ্গ
বিগ্রহের পাথর তুই,
বিজ্ঞ ভাবিস তুই নিজেকে
বিগ্রহে তাই শ্রদ্ধা নেই।
বিভূতি দান করেন ঈশ্বর
বিভেদ করিস নিজ কর্মে,
বিভুষন সবার পাওনা বটে
বিভূ দেন সৎ-এর কর্মে।
বিভাবোরি আসবে নেমে
বিভাবসু না পেলে,
বিমর্ষিত তুই হবি তখন
বিমলতা না এলে।
           ------- রঞ্জন গিরি।