দশমীতে দশভুজা কৈলাসেতে ফিরে,
বাঁধিয়ে জল কাঁদিয়ে মোদের
ফেলে যায় মা দূরে!


হিন্দুর ঘরে সিঁদুর খেলে যত এয়ো নারী,
মিষ্টি খাওয়ায় বৃষ্টিতে ভিজে
নয়নে ঝরায় বারি!


বছর পরে মোদের ঘরে মাগো এসো ফিরে,
তোমায় শাক চচ্চড়ি পান্তা ভাত
আবার দেব বেড়ে!


কি আর আছে কিবা দেব তোমায় মা খেতে,
খরা বন্যায় সব গেছে চলে
নেইতো কিছু হাতে!


দুর্গতিনাশিনী শান্তিদায়িনী তুমি যে মোদের মা,
যদি করি মাগো কিছু ভুল ত্রুটি
করে দিও মোদের ক্ষমা!
                  -----------   রঞ্জন গিরি।