বিলাপ কেন
বিলোপ হলে?
বিবেক এলো
বিসর্জনের জলে?
বিশ্বাসে বোধন
বিষে শেষ,
বিমুখ হলে
বিদায় বেশ!
বিবাদ বিপদের
বিধান নয়,
বিনয় বেশে
বিশ্ব জয়।
বিষয় বিষ
বিকাশ হীন,
বিদ্যা বোধে
বিমণ্ডিত দীন।
       ----- রঞ্জন গিরি।