চটকদারী চাটনী কথায়
            চাঁটছে বসে মানুষগুলো,
চাকলাদারের চালুনিরা সব
           সূঁচের ছ্যাঁদা খুঁজে মলো।


গোদল দিয়ে গরুর দুধ
               গোড়ে থেকে খায় বসে,
গাধার মতো গরুর ব্যাঁটে
           গোঁ গোঁ করে নাকটি ঘষে।


মাছের তেলে মাছ ভেজে
             মোচ্ছ্বব করে মানী সাজে,
মাথা মোটা মাগুরের দল
                মন্ত্র গিলে মরন খোঁজে।


বায়ু বিদায়ে পায়ু পড়লে
                তা বাবুর নাকি বির-খন্ডি,
বিনোদ করে বিনোদনে বোকা
                     বিহার করে সেই গন্ডি।
                ------- রঞ্জন গিরি।