বিড়ির ধোঁয়ায়
বিষ করি পান,
বিকট অসুখে
বিদায় লয় প্রান।


বিপন্ন হয় সদা
বিন্যস্ত পরিবার,
বিধান কে দেবে
বিধি বাম তাঁর।


বিট জনের আজি
বিটকেল কথা,
বিতৃষ্ণা দুধে তাঁর
বিড়ি বিভূ যথা।


বিত্তবানেরা ভেবে
বিড়ি খাওয়ায়,
বিষয় আশায়
বিশ্বব্রম্হান্ড বিকায়।


বিবসন সমাজ
বিকলাঙ্গ শাসন,
বিচার ধারা এখন
বিপত্তিতে শোষন।


বিভাবিত হোক
বিভাত সবার,
বিভাবসুর বিভায়
বিদারিত হোক আঁধার।
-------- রঞ্জন গিরি।