হে প্রজাপতি প্রজ্ঞা!.....
বিষয়ের বিষ লুকিয়ে রেখেছ
বেমানান নয় কি বড়ো?
বানপ্রস্তে যাওয়ার ভয়ে তাই
ওঝায় বুঝি মানা করো?


লোভে লালায়িত ক্ষমতার চিন্তা
লালের সাথে তোমার ফারাক কি?
লালের মধ্যে ছিল লোভের পাহাড়
তুমি তবে তার শৃঙ্গ নয় কি?


ঈর্ষা তোমার ইন্দ্রিয় পোড়ায়
ইমান পুড়বে কখনো ভাবি নি!
ইবোলার প্রেমে ইতি তো হবেই
অন্ধ বাৎসাল্য হবে তোমার খুনি।


বিরিয়ানি কেড়ে বিড়ি ধরালে
বিদঘুটে চিন্তা নয়কি এটা?
বিশ্বাসে বিষ দিলে মুখে ঢেলে
যাঁদের আদর করে বলেছ বেটা।


কম্বল, কাপড়, জামা, জুতো
কয়েকটি নোট হাতে গুঁজে,
কবর দিয়েছ কুঁড়ে বানিয়ে
মমির মতো রয়েছে সেজে।


একাই এককাল এলিয়ে দিয়ে
একান্নবর্তী ভাসালে জলে,
এড়োতে এককাট্টা বুঝলো সবে
যখন ভুখায় ভিক্ষুক করে দিলে।
                     -------- রঞ্জন গিরি।