কেন উল্কি এঁকে হাতে,
ভেলকি দেখায় তাতে।
দেখাতে পতি কিংবা পত্নী,
মতি পরস্পরের জন্যি।
বলে পতি ভক্তি মনে,
আর সতী নারী জ্ঞানে।
জানি লজ্জা নারীর ভূষণ!
শুনি ভাজ্যা পতির সুজন।
এখন পতি থাকতে শ্রীমতী,
নতি পর পুরুষের প্রতি।
রাতে অন্য পুরুষ মেগে,
সে যে ধন্য রাত জেগে।
সতী জায়া পতির ছায়া,
পতি বেশ্যার না ছাড়ে মায়া।
আজ সোনার সংসার ভাঙ্গে।
বিশ্বস্ততার ভান করা সঙে!
                  -------- রঞ্জন গিরি।