বিষাদ তুমি দিতে এসে
              ফ্যাসাদে পড়লে সখা,
বিষাদের স্বাদ কতখানি
           ফ্যাসাদেই পেলে দেখা।


চঞ্চলতা রুখবে বলে
              বিহ্বলে শুধালে সূরা,
বিচলিত হলে আরো
            ক্রোধে হলে দিশাহারা।


অন্ধকে আঁধার দিতে
                 যুশ্ঠি করিলে হরন,
পিছলে পড়ে যুশ্ঠি
            আঁধার করাইল ধারন।


উষ্ণতা ঈর্ষায় পাগল
            ছিঁড়লে পরের শীত বস্ত্র,
অতি উষ্ণতার প্রবল ঘামে
         নিজে নিজেই হলে বিবস্ত্র।


তির্যক চোখে দেখলে যাকে
              তার বিঁধেছ তির বুকে,
উত্তাপহীনে সহে সেতো
        হেরে গেছো বিবেক থেকে।
             ------- রঞ্জন গিরি।