বিষধরেরা সমাজে ছড়ায় বিষ
ঝলসে পুড়ে মানুষ গুলো,
এন্টিভেনামে তার এলাজ নেই
বিষধরের পায়ের নেয় ধুলো।


টুকলিহীন টাকার শিক্ষা
ডিগ্রি কিনে ডিগবাজি খায়,
পুঁথি বিদ্যায় প্রতারিত হয়ে
সরল সমাজ নিপাত যায়।


বিদ্যাধারী বদমাশ গুলো
গুজব রটিয়ে দাঙ্গা করে,
বুদ্ধিজীবী ভাবনার মানুষেরা
বোকা সেজে লেজেগোবরে।


ক্ষেপিয়ে মানুষ ক্ষমতা দেখায়
ঠান্ডা ঘরে বসে দেখে লাশ,
বাক আগুনে ব্রহ্মাণ্ড পুড়িয়ে
চেতনা বোধের ধরায় ত্রাস।


বিলাসবহুলে বিষধরের বাস
কাঁচ টেবিলে কাবাব খায়,
ফুটপাতে মরে ছাপোষা গুলো,
রাজনীতি করে জীবন দেয়।
                  --------- রঞ্জন গিরি।