বিষবাক্যের ব্যাকরণ
--------- রঞ্জন গিরি।
ফোকটে ফেলনা লোভ
পেট যাবে ফেঁপে,
বদহজমে বাহ্য হবে
বাঁচবে কোন বাপে?


পরের ধনে পোদ্দারী
প্রজন্ম কাঁদে পাপে,
দীনের হলে দাসানুদাস
মরে নাকো শাপে।


বিষবাক্যের ব্যাকরণ
বৈরীতায় বিবর্ন মান,
মধুর বাক্যে মন কাড়ে
মৈত্রতায় পায় স্থান।


অসহিষ্ণুর আবদার
ধড়ের প্রাণ ধারে কেনা,
যোজমানের যম পূজক
যাত্রাপথই যমখানা।
         ------- রঞ্জন গিরি।