গভীর সমুদ্র সদাই শান্ত
ঢেউ পাবেনা পিটিয়ে ঢ্যাঁড়া,
বাচাল কভু নয়তো জ্ঞানী
তর্ককে রাখে নাগাল ছাড়া।


সত্যবাক্য সদা অবিনশ্বর
সৎ এর সঙ্গী বড়ই কম,
অসৎ এর অসীম ক্ষমতা
সাধুর দর্শনে খায় বিষম।


গুণীর গুনের কদর নেই
গুনহীন করে অন্তরে বাস,
গুনীকে ফেলে গোবর জলে
নির্গুণ জ্ঞানে করে গ্রাস।


ক্রোধ মনুষ্যত্বের ধর্মনাশ
ক্রোধে মানুষ হারায় ধৈর্য্য,
নিরীহ মানুষ নীরবে থাকে
না দেখে কেউ তাঁর শৌর্য্য।


অতি ভোজনে অসুখ করে
অকালে যায় ঝরে প্রাণ,
তবুও মনের রুচি,রাক্ষস হয়
খাওয়ারের পেলে ঘ্রাণ।


আশিক্ষিতের আবেগ বেশি
অমাবস্যায় আদর করে,
জ্যোৎস্নাকে জালিয়াত বলে
জোনাকি পুষে নিজ ঘরে।


বিশ্বাস না করো বিষধরে
বের করে নেবে শ্বাস,
নিঃশ্বাসেও বিশ্বাস নেই
নিত্য থাকে তার ত্রাস।
              --------- রঞ্জন গিরি।