সতীর পতি যখন পতিতালয়ে
সীতার সতীত্ব সতী করে পাঠ,
পতি উপপত্নীর উষ্ণতা লয়ে
তখন উন্মুক্ত উন্মাদে ভাঙ্গে খাট।
লাস্যময়ী ললনার লাবন্যে
লালায়িত সতীর পতি,
সতী ঘরে বসে শাস্ত্র ঘাঁটে
পতির টান পতিব্রতার প্রতি।
পতির মঙ্গলার্থে সতী যখন
পিতাম্বরের করে ভজন,
প্রীত পতি পিতাম্বর সেজে
গণিকা গৃহে করে বিচরণ।
আহা!একি সৌমের স্বীকৃতি
সুপ্রিম দিল তায় শীলমহর,
সতী পাতীব্রতা হলে ক্ষতি নেই
পতিও খুঁজুক যৌন গহ্বর।
হাঘরি হাঁপড়ায় সতীত্বে,
হাল ফ্যাশনের হাতে প্রেম,
বিশ্বাস মরেছে বাসর ছাড়া
বিচারালয় খেলছে গেম।
              --------- রঞ্জন গিরি।