বিসর্জনের বাজনায়
               বিষিয়ে দিল মন,
বিমুগ্ধে বিমোহিত
                   নতুনে নিমন্ত্রণ।


বিদায় বিচ্ছেদে
              আজ গত হবে বর্ষ,
আমোদে আগন্তুকে
             অচিরেই হবে স্পর্শ।


অনাবৃত আনন্দ হোক
                 আগামী প্রভাতে,
অশনি অতীত হোক
                     নতুন স্বাগতে।


সমাদৃত হোক সূর্য্য
                     সময়ের ফেরে,
সংঘটিত হোক সমাজ
                 জাতিভেদ ছেড়ে।


মনুষ্যত্ব ফিরুক মনুর
                      হোক মধ্যমণি,
মানুষের মানবতা হোক
                   ধনীর চেয়ে ধনী।
                    ------- রঞ্জন গিরি।