বোধ জ্ঞান!
------- রঞ্জন গিরি।
ক্রোধের বসে বোধ জ্ঞান
দিলে জলাঞ্জলি,
জ্ঞান শূন্যে আপন জনে
নীরবে হবে বলী!


অধর নিয়ে সদরে যেতে
জ্ঞানে লজ্জা পাবে,
নিজ বিবেক নিজের বুকে
বারে বারে দংশাবে!


ভয়ঙ্কর ওই ক্রোধের বিষ
এক ছোবলে শেষ,
নীলকন্ঠও লীনা হয়ে যায়
না থাকে তার লেশ।


জ্বলবে তনু আগুন বিনা
ছাই হবে নিজ মান,
ক্রোধের তাপ গনগনে তাই
বেরিয়ে যাবে প্রান।
             --------- রঞ্জন গিরি।