এখন      বোকা বধির,অন্ধ ভালো
তাতে     বাসুকি নাগের ছোবল নেই,
            খোলা কান আর জ্ঞানী হলে
            বিষের আগুনে পুড়ে ছাই।


             তখন হন্তদন্ত নেই কিছু আর
             ভাঊল ভেজাও ভেলভেলীয়ে,
             উদর ভরে ভেড়ার মতো
             জাবর কেটে যাও তলিয়ে।


মোদের কি আর ক্ষতি আছি ভালো
             দেশ ধংস! কি আর তাতে?
             সকাল সন্ধ্যা উদর পিন্ডি
             ক্ষিদের সময় ঢুকে আঁতে।


দেখি!   শুধু বড় বড় বুলি সার
             দেশের জন্য করলে কি?
আরে!   বাবু আছেন সবার জন্য
            তোদের তাতে কিছু যায় নাকি?


মোরা    হলপ করে বলতে পারি
             আমরা সব্বাই ভালো আছি,
তোরা    ডাগর চোখে নজর দিবিনা
             তোদের মুখে ঢুকবে মাছি।
              --------- রঞ্জন গিরি।