বলি ওহে যুবা!
প্রয়োজন কিবা?
ওই রাজনীতি নিয়ে মাতামাতি,
নিজ বন্ধুজন,
না হয় আপন;
অকারণে হয় শুধু হাতাহাতি।
রাজনীতি বিষ,
দিচ্ছে শিস্;
না বাড়াও পা ওই নোংরা পথে,
ঢুকলে মাথায়,
মাথা ব্যথায়;
তোদের মানবিক মুখ খায় ভূতে।
কর্মে অধর্ম,
কাল ঘর্ম;
তোদের ফুস হয়ে যাবে ওই প্রাণ,
সত্য বচন,
ধরবে পচন;
তোদের মিথ্যার লইতে হবে ঘ্রাণ।
দাঁত কিড়মিড়,
সদা বিড়বিড়;
ওরা শুধু নিজেকে দেখাতে সাধু,
পায়চারি করে,
ফন্দি ফিকিরে;
আবার তাঁরা সাধুকে সাজায় গাধু।
ধরায় ঝান্ডা,
লাগিয়ে ডান্ডা;
ওরা তোদের ওই মনুষত্ব দেবে বলী,
বাবা, কাকা,
ভাই, সখা;
তখন তোদের আত্মীয়তা যাবে চলি।
চাকরী ডিগ্রি,
টাকায় বিক্রি;
বৃথা তোরা হাঁটিস কেন ওদের মিছিলে,
খাবে শাঁস,
দেবে আশ;
তখন তোরা না পাবি কুল পড়ন্ত বিকেলে।
তোরা হাঁটু জলে,
সাঁতার শিখলে;
আর কভু হবেনা তোদের সাঁতার শেখা,
গভীরের মাছ,
করায় নাচ;
ওদের কখনো সময়ে পাবেনা দেখা।
পুকুর পাড়ে,
হুমড়ি পড়ে;
ওদের সব থেকে বড় মাছটিতো চাই,
কষ্ট করে,
জাল পেড়ে;
তোদের ভাগের বেলা ছোট মাছটিও নেই ।
বলি ভাই,
কাজ নেই;
তোদের ওই সব রাজনীতিতে দাপাদাপি,
সাধু হবে,
ওরা সবে;
আর তোরা হবি সব নিকৃষ্ট পাপীতাপী।
                ------- রঞ্জন গিরি।