মায়ার বাঁধন করলি চ্ছেদ
           রইল পড়ে তোর বাগান বাড়ি,
বৃথায় বিবেক ব্যঞ্জনা তোর
             শুধুই স্ব-সম্পদ কাড়াকাড়ি।
মতান্তরে মন কেন তোর আড়াআড়ি?
বৃথায় বিবেক ব্যঞ্জনা...................


তুই অহংকার করিস যাঁদের নিয়ে
           তাঁরা ছুত বলে তোকে না ছুঁয়ে,
তোর যাঁদের জন্য এতো জারিজুরি
      তোকে শোয়ালো তাঁরা খালি ভুয়ে।
তাঁরা গঙ্গা জলে গোবর ছড়ায়
          তোর নাম মোছাতে তাড়াতাড়ি।।
বৃথায় বিবেক ব্যঞ্জনা....................


যাঁদের অন্ন দিতে তুই অন্যায় করিস
         তাঁরা শেষান্ন দিল মাটিতে ঢেলে,
যাঁদের মুখ দেখতে তুই মুক্ত দিলি
          তাঁরা মুখ যে তোর দেয় জ্বেলে।
তাঁরা পরলোকে যেতে পোড়াল তোরে
           পরিত্রাণ পেতে করে হুড়োহুড়ি।।
বৃথায় বিবেক ব্যঞ্জনা....................
                           ----------- রঞ্জন গিরি।