বজ্র বৃষ্টি মাথায় নিয়ে
হাঁটছো কেগো পথে,
ছাতায় এসো ছাদ দেবো
নেংটা ন্যায়ের সাথে।


ভেজা মনে ভিরমি খাবে
হামাগুড়ি দেবে জলে,
বিবেক বেচারা বিষাদ মনে
চিটে গুড়ের জলে টলে।


শেওড়াফুলির শেওলা জল
শিবকে ঢাললে পরে,
কৈলাসের কীর্তনের কর্মযোগ
কেশব মাধ্যস্ততা করে।


ছাদ বিহিন হলে ছন্দপতন
ছাগলও হাসবে দেখে,
তৃণভোজী যখন তির মারে বুকে
বুদ্ধিমান বুদ্ধু লুটে কাদা মেখে।
                   ---------- রঞ্জন গিরি।