চাটুকরেরা চাটলে মানুষ
হাঁদার দল হাঁ করে শুনে,
পুকুরের জল পূবে উঁচু
হুঁ দিয়ে হাঁদা হুঁকো টানে।


পেটে বিদ্যা পাঠশালার
বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক,
পাশ্চাত্যে পরাস্ত করতে
আধা সেদ্ধ আতব আবশ্যক!


যদিও যমের জমিতে জল্লাদের ভাগ
তখন বৈমাত্রিক ভাইয়ে বৈষম্য কি?
খাঁড়া হাতে খানদানী বংশের
গরীব গুলোর গু তখন গনেশ ঘি!


প্যারিসের প্রদীপ হওয়ায় নেভেনা
সিংহলের সিংহাসন শূন্যে ভাসে,
বুজরুকির বৈদ্যের বিষ ভাষণে
দেখি যত হা হাবারা স্রোতে হাসে।
                      --------- রঞ্জন গিরি।