বলি--
হায়!ঈশ্বর একি হলো হাল,
বুলবুল করলো গোলমাল।
দেখ--
চাষার কাড়লো রাতের ঘুম,
বর্গীর হৃদয়ে লাভের ধুম।
অবাক!
দুর্গত মানুষের আসবে দান,
বর্গীর পকেটে পাবে স্থান।
ঝড়ে--
উড়বে চাষার ঘরের টালি,
বর্গীর চোখে পড়বে ঠুলি।
দানের--
ত্রিপল জমবে বর্গীর ঘরে,
গরীব ভিজে মরবে জ্বরে।
আর্তের--
শাড়ী গামছা চাল ডাল নুন,
বর্গীর স্বাস্থ্য থাকবে নিপুন।
এসব দেখে--
বর্গীর বাপের কাঁদবে প্রাণ,
বর্গীরা করবে রাস্তায় অবস্থান।
দেখি--
তখন কুম্ভীরাশ্রু বর্গীর চোখে,
লোভের রক্তও লাগে মুখে।
জানি--
লুটেরাদের লম্বা হবে জিভ,
গরীব হবে আরও গরীব।
শুন--
বলি তাই ঈশ্বর হয় রেখো প্রাণ,
নচেৎ শেষ করো বর্গীর গুনগান।
                     ------- রঞ্জন গিরি।