অচ্ছুৎ বলে বিচ্যুত ঘটে কি
মুচি যদি বেচে লুচি?
জেলে মাসীর বেলের শরবত
চাচীর ফুলও শুচি!


মহম্মদ শেখের সন্দেশে কি
মনসা না খায় পূজো?
রামের আটায় রহিমের মানত
পীরের শিন্নি কি তবে ত্যাজ?


ফুচুর মায়ের ফুচকা খাও
জান কি তাঁর জাত?
নাক উঁচিয়ে নকর খুঁজলে
জ্বলবে না কি আঁত?


সেলিম চাচার ডালিম না খাও
লুঙ্গিতে যদি ফল মুছে,
রক্ত নেই যখন রোজিনার ছেলের
রাম, রহিম কি সে বাছে?


মন্দির ছুলে কোন মুসলমানে
যদি মুসিবত হয় বলে,
মহাপ্রাসাদ কেন মুখে তোলো
মর্জিনার তৈরি চালে?


মনুষ্যত্ব হীন মানুষ গুলো আজ
বজ্জাতি করে জাত লয়ে,
যমের বাড়ি চলে যাবে তবুও
জাতের বজ্জাতি যাবে রয়ে।
                 -------- রঞ্জন গিরি।