চৈতির চেতন আর থাকবে কিছুক্ষন,
চৈতালী রাত হবেতো আজ বিসর্জন।
চৈতন্য ফিরুক চোদ্দশ চব্বিশ বিসর্জনে,
চৈতনচুটকি সবার জ্বলুক হৃদয় মনে।
চৈত্র সংক্রান্তি করিতেছে শেষ আহ্বান,
চৈতন্যময় বানী জুড়াইতে আর্তের প্রান।
চৈত্র অবসানে শুদ্ধ হোক সবারই চিত্ত,
চৈতানূরাগে হৃদয় সবারই থাকুক রিক্ত।
                        -------- রঞ্জন গিরি।