চেয়ারে বসতে চামচা চাই
মজবুতি মাস মাইনে,
থাকবে থানায় খাওয়া ফ্রি
বিবেক ব্রহ্ম চাইনে।


মিথ্যুক চাই মাইনে বেশি
মাদকখোর হওয়া চাই,
পাপ করেও পাবে ক্ষমা
মাতালের বিচার কোথাও নেই।


কলেজে পড়া কলচে চাই
রাখালের চেয়ে রাশি কম,
বিদ্যে বুদ্ধি বোতল প্রেমে
বারে বসে নেবে দম।


জানুয়ারের ন্যায় জঙ্গি চাই
জাতের জাসুস হবে,
চেয়ার সামলাতে চাক্কু হাতে
বিরোধীর রক্ত খাবে।


হাড় শক্ত হারামি চাই
নর্দমার মতো নোংরা মুখ,
ডান্ডা দেখালে ঠাণ্ডা মনে
পচাকে বলবে পরম সুখ।


চামচা কভু চাকরতো নয়
চামড়ার তফাৎ চিক্কনে,
চাকর চাদরে নিশ্চিতে ঘুমায়
চামচা ঘুমায় ভয় মনে।
                --------- রঞ্জন গিরি।