চয়ন করলে চাঁদনী আলো,
চনমনে দেহে লাগে ভালো।
চবু-তরাতে বসে হয় আরাম,
চকরিকে দিয়ে যাই বিরাম।
ছল করে ওই ফাগের চাঁদ,
ছলাকলায় মেঘ ভাঙ্গে বাঁধ।
ছন্ন ছাড়া মেঘ গুলো ওই,
ছপ্পর রাখে মাথার উপরেই।
জগৎটা চায় জোৎস্নার আলো,
জনক রবি আন্ধা মুছে দিলো।
জটিল হৃদয় বুঝবে কি তা?
জন্মে চাঁদ, তার কে সে পিতা।
ঝরে যেমন ওই ঝরনা ধারা,
ঝরছে আলো তার না হয় সারা।
ঝঞ্ঝাতে আলোর না হয় ক্ষতি,
বাঞ্ছাতরু চাঁদ তিঁনি হন জ্যোতি।
বর্নমালায় যিনি দশম ব্যাঞ্জন বর্ন,
একা পারেনা চলতে হয় সে বিপন্ন।
                 -------- রঞ্জন গিরি।