চর্ম্ম পীড়ার চর্চা নয় আর
পড়বে দেহ কালসিটে,
চামড়ার উপর চুলকুনি জ্বালা
মন হবে বড়ো খিটখিটে।


অবাক চোখে আবেগ নিয়ে
করবে ভীষন পরিহাস,
উলঙ্গবাদী উন্মত্ততায় ভিজে
উদরস্ত করবে সন্মান গ্রাস।


খানদানি হবে পুরো খসখসে
খরায় খড়া জীবন শেষ,
ঘেঁষবেনা গায় ঘামের গন্ধে
মাড়িয়ে দেবে মায়ার দেশ।


গা চাঁটে এখন গাধা গুলো
পুলক জাগিয়ে মনে প্রানে,
হুক্কা-হুয়া বলে হজম করে
বেঁচে থাকে বিষের আঘ্রানে।
                ------- রঞ্জন গিরি।