চাষীর ছেলে করুক চাষ
রঙের ঝাণ্ডা ধরুক হাতে,
পার্টি করুক খাঁটি মনে
বোতল খাওয়াবো রাতে।


বই খাতা সব পাবে ফ্রিতে
শুধু ম্যাট্রিক করতে পাশ,
এর বেশি পড়াশুনায় ওঁরা
না থাকবে মোদের দাস।


উচ্চ শিক্ষায় সুউচ্চ টাকা
গুনে নেব ওঁদের থেকে,
মেধার চাকরি গাধা পাবে
হুক্কা হুয়া বলবে ঝাঁকে।


ভিক্ষা দেব চাল আটা গম
আধা শিক্ষা খুশি তাতে,
বেশি শিক্ষা পিচ রাস্তাতে
ঝলসে পুড়ে মরবে তেঁতে।


সুখ ঠিকানা উপড়ে ওঁরা
মাঠে সরষে করুক চাষ,
রাতে মোদের পাহারা দিক
ভিক্ষায় সুখ পাবে বারমাস।


আঁতু হলেই ছাতু পাবে
পোকা গম কিংবা ভুষির,
গরদে গেলেও দরদ পাবে
মায়ের থেকে বেশি মাসির।


মিষ্টি কথায় ভাল পুষ্টি পাবে
ওঁদের গুষ্টি করবো ভোঁতা,
শ্রাবন ঝরা জীবন দেব ওঁদের
না সাজলে মোদের তোতা।


দীনের হল্লা করি দিনে শেষ
রাতে দেব তাঁদের শ্রাদ্ধ,
বউ বাচ্চায় কাচ্চা পরিয়ে
মোদের প্রেমে করব উদ্বুদ্ধ।


              --------- রঞ্জন গিরি।