আগল ছাড়ারা বগল বাজায়
ভিন্ন ঢঙে নাচে!
ছাগল ছানা ভয়ে পাগল হয়ে
পালিয়ে ছুটে বাঁচে।
বাঁচার উপায় কেঁদে মাঠ কাঁপায়
ডাকে শুধু ভ্যা ভ্যা,
ঠেং ধরে তার মাংস খেকো সব
ব্যাঙ্গ করে ম্যা ম্যা।
খুনতি,হাতা,বালতি হাতে ওদের
জিভে গড়ায় জল,
অংশ নিতে মাংস ভাতে ওদের
মন করে হলফল।
বিচ্ছু ছানার কিচ্ছু নাই কাজ
পরের ধনে শুধু মন,
মান ঘেঁটে তায় চেটেপুটে খায়
মাছি হয়ে ভনভন।
কাটুস কুটুস কাটে নরমের গাঁটে
মুখ হয় তেলতেলে,
ছলোছলে চোখে ছাগলের মা
কাঁদে বসে বেলবেলে।
উচ্চ স্বরে কেঁদে নিচু মনে বসে
মেনে নিল তার মাতা,
কোল খালি করে ঝোল খায় ওরা
মায়ের মাথায় ধরে ছাতা।
ছাগলের গালে ওরা চুমু খেয়ে বলে
আর একটা দে বাচ্চা,
আবার আসবো মোরা খাবার সময়
মন করে দিবি সাচ্চা।
               ------- রঞ্জন গিরি।