ছিঃ!
জাতের আবার কি?
মানুষটা হয় ফানুস,
জোর আঘাতে ফুস!
উঁচু,নীচু মনের বিকার,
মরে গেলে পালায় আকার,
তবে জাতির বড়াই করিস কেন
তুই অমর হবি কি?  ছিঃ!


ছিঃ! ছিঃ!
কেন কৌতুক হাঁসিস্ হিঃ!হিঃ!
ধর্ম্মটা তোর বাপের নাকি?
অশুচি করিস বিভেদ ডাকি,
সর্ব্ব ধর্ম্ম সমান-সমান,
সবাই রাখি সবারই মান।
কেন উসকে দিয়ে আগুন জ্বালাস্
আবার তাতেও ঢালিস্ ঘি? ছিঃ!ছিঃ!


ছিঃ! ছিঃ!  ছিঃ!
তোদের বর্ণ বিদ্বেষ কি?
তোদের বিষ্ণু যদি কৃষ্ণ বরণ!
তোদের বর্ণ ভেদের কিবা কারণ?
আরশিতে মুখ দেখ্ না ওদের,
তোরা গুরু বলে মানিস্ যাদের।
ভেবে দেখ্ ওই বর্ণ দ্বেষী মানুষ গুলো
তোদের অন্ন জোগায় কি? ছিঃ!ছিঃ!ছিঃ!
                --------  রঞ্জন  গিরি।