চিনিকে চিনি শিউলির তিনি
                     পোস্তায় তাঁর বাসস্থান,
চিটা গুড়ে তিনি মিশে গিয়ে
                         খাঁটি গুড় হয়ে যান।


চিটা থেকে হয় চুরলুর জনম
                          খায় মাতাল লোকে,
চিমড়া লোকের চিনির গুড়ে
                            মাথা ঘুরতে থাকে।


চিরকাল গুড়ের চিতচোর হয়
                             ভনভনে ওই মাছি,
চিরকর্মা ওই গন্ধ চিটে গুড়
                        তারে রাখে কাছাকাছি।


চিৎকার করে মালিক তার
                            বেচে খোলা বাজারে,
চিড়ার সঙ্গে মিশিয়ে খেলে
                             বুকটা ধড়ফড় করে।
                             ------- রঞ্জন গিরি।