তিমিরারি আসিলা আজি তিমির বিদারি,
চোদ্দশ পঁচিশের আজ  প্রথম প্রভাতফেরী!
বিভাবরি হইলা অবসান চব্বিশ চৈতার শেষ,
বিভাস সুরে তন্দ্রার আর না থাকিলা রেশ।
প্রক্ষালিত তিমিত নয়নে তাহারে হেরি,
তিয়াস মিটাইলা যৌবনে রোশনায় ভরি।
মধুপের মাধুরী আজি জুড়াইলা হিয়া,
কীর্ত্তনীয়া আসিলা খোল করতাল লইয়া
পিতামহ রজ্জুতে বিচালি বাঁধিয়া লয়,
চলিয়াছে মাঠে হাতে ছোট্ট অগ্নি বলয়।
তাঁরা জানাইতে বিদায় আজই পূরাতনে,
তপনে তাপিত অঙ্গ রাখিতে নির্বাপণে।
গো-পালক গো-বৎসে নাহায় সরোবরে,
আজি অতীত রিপু সমূহে ধৌত করিবারে।
প্রবাহমান ভুবন সদা নদীর স্রোতের মতো,
কর্মব্যস্ত মানুষ গুলো বর্ষ বরণে থাকে রত।
নববর্ষের নব্যপ্রভাত "শ্রী"রুচিময় হোক,
ন জওয়ান "শ্রী"আহ্বানে করুক যোগাযোগ।
                   -------- রঞ্জন গিরি।