খিড়কি দরজা খোলা রেখে
                     দেয় পাহারা সদরে,
খিলখিলয়ে হাঁসে চোর সব
                       বড় ঘরের ভিতরে।


খিচুড়ি পাকায় ঘরের ভিতর
                       সোনার থালা কই?
খিস্তি মারে তাঁরা পাহারাদারে
                      সিন্ধূকে টাকা নেই।


খিলখিল হেঁসে খিরা চিবায়
                   দারোয়ান সদরে বসে,
খিল মেরে ঘরে উরু নাচায়
                     তাঁরা থাকে উল্লাসে।


খিচড় চোরের চোর পাহারাদার
                        খিড়কি খুলে রেখে,
খিল লাগিয়ে সদর দরজায়
                     ঘর লুটে লরি ডেকে।


খিতিতে আজ মানুষ চেনা
                        সে ভীষন বড় দায়,
খিড়কি দিয়ে সব লুটে নেবে
                     সদরে বসে পাহারায়।
                        
                       ----------  রঞ্জন গিরি।