চাকরিটা আমার ভীষন ভালো
চ্যালা আমি বাবুর,
চাল নেই, চুলোয় হয় ধর্মঘট
চাটাইয়ে করি সবুর।


চামচা আমায় বলে লোকে
চাপ লই না মনে,
চা পানি মোর হলেই চলে
চায়না বড় ধনে।


চালাক আমি মস্ত বড়
চাকর হয়ে থাকি,
চাল কুমড়া বেচি বাবুর
চাবড়া মাথায় রাখি।


চাকুষ চুকুষ চিবাতে হাড়
চাট বানাই বাবুর,
চাটি মেরে বোতল খুলি
চেখে হই অসুর।


চাতকের মতো হাঁ করে আমি
চাই দুটো খেতে ভাত,
চাবুক সম বাবুর কথার ধরন
চামড়ায় পড়ে ঘাত।
               ------- রঞ্জন গিরি।