দাদা আমার ভীষন চতুর
দাপাদাপি কাজ তার,
দামোদর নদী পার হতে হলে
দাঁড়, লগি করে ধার!


দান দাক্ষিণ্য জোর করে চায়
দাতাকে দেখিয়ে অস্ত্র,
দানবে দানের আধা ভাগ দিয়ে
দাসত্বে হয় নিজে বিবস্ত্র।


দাগা দেয় মনে দাদার দাদা
দাঁড় কাক বলে তাঁরে,
দাঁ দিয়ে দাঁড়ি কেটে দাদা
দাগড়া চুল রাখে ঘাড়ে।


দামাল ছেলে দাদা আমার
দাম নাকি তাঁর বেশী,
দারোগা সাজে নেতা দাদার
দাদা দাস হয়ে সে খুশি।


দাপট দেখায় দুর্বল লোকে
দাপিত করে তাঁকে,
দামামা বাজায় দম কাড়তে
দাখিলা নিয়ে থেকে।
         ---------- রঞ্জন গিরি।