নিনাদ করে নিমের পাচক
                  নিংড়ে খাইয়ে লোকে,
রগড়ে চোখ রোদন করি
                        রঙ লাগিয়ে মুখে।


সময় বুঝে সৎকার করি
                   সাধুসন্ত নিজে সেজে,
সাজিয়ে ফুল শ্রাদ্ধ দেই
                      সামান্য কিছু গুঁজে।


মধুর প্রেমে মহান হলাম
               মোসাহেব জুটল হাজার,
দস্তাক্ষরে দোস্ত বানিয়ে
                      দম্ভে দাপাই বাজার।
                         ------- রঞ্জন গিরি।