সমালোচকের:
গোত্র জেনে গর্ত খোঁড়
গোলক তাঁরে করতে ছাড়া,
নিজের
গোঁসার গরজে গাত্র পুড়ে
গগন গহ্বরে হবে গাড়া।


তুমি:
কুলটা বলে কুলের বিচার
কৃষ্ণ হয়ে কি করতে পার?
তোমার:
কলচেতে কালো কালির দাগ
কামিনী কাঞ্চনে কামে গাঢ়।


তোমার:
গুনের গু ঢাকাও গহনা দিয়ে
গুণী? তাই তুমি ভীষন বড়ো,
যাতে:
গোঁসায় মানুষ গুঁতো না দেয়
গোবিন্দ সেবায় প্রবেশ করো।


তুমি:
দুর্ভেদ্য সুগন্ধী দুর্গন্ধের জন্য
দুর্লভ চিন্তায় দশাননে আঁকো,
দরিদ্রের দামড়ায় দাউ জুড়ে
দাসের দাস করে তুমিই রাখো।
                    ------- রঞ্জন গিরি।