প্রভুর
দাসের দাসত্ব করো
ক্ষতি নেই তাতে,
দাম্ভীকের দাস হয়ে
না ধরো তাঁর হাতে।
মনুষত্ব আর মানবিকতা
দুটোই দাসের আছে,
অর্থের অহংকার পাবে
দাম্ভীকের দাম্ভিকতার মাঝে।
জাত ধর্ম্ম নেই দাসের
জোৎস্না আলো সম,
স্নিগ্ধে মুগ্ধ প্রবুদ্ধ হয়ে
আয়ু থাকবে শততম।
         ------ রঞ্জন গিরি।