চাটুকারের চাটের কথা
চামচারাই বসে শুনে,
গালি শুনেই তালি মারে
গরম কথার গুনে।


জ্ঞানের পাহাড় গুলমারে
গোল মরিচের ঝাল,
পিলপিল করে পিলে জ্বলে
(তবু)পাশে থেকে দেয় তাল।


হাল্কা হাঁটায় হাঁপানির টান
হৃদ স্পন্দন যায় বেড়ে,
সে কিনা দেশের সেরা রানার
শীতর কথা শুনে কুঁড়ে।


দিনের বেলায় দিল সাচ্চা
দিদি মাসি পিসি তাঁর,
রাত্রি হলেই রাঢ়ী শালী সব
রাবন গুষ্টির হয় ভাতার।


দম-এর গোধূলি দানের সাগর
দগদগে করে কোষাগার ঘা,
দাসের নিকট দাসত্ব করে দামড়া
দাগীর দালালি করে খা।
              -------- রঞ্জন গিরি।