কেউ পদ রাখতে
লাগায় তেল,
কেউ পরোয়াহীনে
কোঁতবেল।
কেউ দাঙ্গা লাগাতে
ফুসুর ফাসুর,
কেউ দম পায়না
সারা দুপুর।
কেউ দেশ ভাঙাতে
দামড়া পোষে,
কেউ আইন বানাতে
আতর ঘষে।
কেউ ক্ষমতা চায়
ক্ষেপিয়ে মানুষ,
কেউ বিষবৃক্ষ পুঁতে
বীরপুরুষ।
কেউ উসকে মানুষে
উন্মাদ করে,
কেউ হিংসার দ্বারা
হিম্মত ধরে।
               -------- রঞ্জন গিরি।