দেশ'ই দামী
দারোগা আমি
দোসর থাকুক বা না থাকুক,
দাগী হঠাও
দাগ ওঠাও
দলিতের দল বেঁধে রব উঠুক।


কাল আসবে
কাল যাবে
কালের কাল হবে অভিলাষ,
কামনা আগুন
কাড়বে স্ব-গুন
কড়া নাড়বে তারপর ইতিহাস।


মানুষ মরদ(বীর)
মান-হুঁশহীন জারজ
মায়ের পেটে মাও হয় মানুষ,
মমত্ব চাই
মানুষ নাই
মানুষ-মশলা হীনে সব ফানুস।


দেশের গতি
কালের নীতি
মানুষ হয় বিবর্তনশীল চলমান,
দেশের তন্ত্র
কালের মন্ত্র
মানুষ মধ্যমনি তন্ত্রের ভগবান।
                    -------- রঞ্জন গিরি।