ধৈর্য্যতা ধরিত্রীকে করে জয়
ধৈর্য্য ধংসকে করে রোধ,
ধৈর্য্যতা ধকল সহ্য করে
ধৈর্য্যে প্রশমিত হয় ক্রোধ।
ধৈর্য্য ধাতুর চেয়েও কঠিন
ধৈর্য্যতার ধার সূক্ষাতিসূক্ষ,
ধৈর্য্যের মান কভু ধূসর নয়
ধৈর্য্যের ধর্ম নয় কভু রুক্ষ।
ধৈর্য্য সুগন্ধি ধূপের ধোঁয়া
ধৈর্য্য সেথা প্রফুল্লতা আনে,
ধৈর্য্যের বিচার ধর্মের পক্ষে
ধৈর্য্যর চলন নয় অসাবধানে।
ধৈর্য্য ধারণ সু-বৃহৎ গুন
ধৈর্য্যবান সদা যুদ্ধে জয়ী,
ধৈর্য্যের গাছ সু-ফলবতী
ধৈর্য্য নয় কভু ছলনাময়ী।
ধৈর্য্যই জ্ঞানের শ্রেষ্ঠ উৎস
ধৈর্য্যতা মনে যোগায় শক্তি,
ধৈর্য্যে পরিশ্রমের সাফল্য আসে
ধৈর্য্যতায় মনের ঘটে মুক্তি।
                  --------- রঞ্জন গিরি।