ধাপ্পা মেরে,
ধাবকি পেড়ে!
ধার্মিক সেজেছ তুমি?
ধান্দা বাজ,
ধাগায় রাজ!
ধাপড় বানিয়েছ ভূমি।


ধামসা মাদল,
ধামাল বোল!
ধারক সৎএর সাজো,
ধাতব খানা,
ধারালো জানা!
ধার দিতে তবু মোজো।


ধানি লঙ্কা,
ধারী ডঙ্কা!
ধাপবেনা কোন দিন,
ধামড় নাচ,
ধাক্কুড় প্যাঁচ!
ধাটি তুমি শৌখিন।
         ------ রঞ্জন গিরি।



[আমার কবিতায় কিছু আঞ্চলিক ভাষা থাকে]