ধর্ম ধৈর্য্য ধারণ করে
(তা বলে ধর্মান্ধরা নয়)
অধর্মে অস্থিরতা প্রকাশ পায়,
(তা বলে ধর্মের নাই ভয়)
ধাবিত হয় ধর্ম ধীরে,
(তাতে ধর্ম না পায় লোপ)
অতিশয় অধীরতায় অধর্ম ধায়।
(তাতে ধর্মের নাই কোন ক্ষোভ)


উত্তমতায় উন্মুক্ত ধর্মের ধ্বজা
(তা বলে ধর্মান্ধের নয় হাতে)
শান্তি,শৌর্য্য,সমন্বয় চায়,
(তা বলে অধর্মের নয় সাথে)
ঈশ্বরের ইতি টানতে ঈর্ষা করে
(তাতে ঈশ্বর ইতর না হয়)
অধর্ম অন্যায়ের দেয় সায়।
(তাতে ঈশ্বরের বড়ো জয়)


উন্মত্ততার ঔদ্ধত্যে ধর্ম নয়
(তা বলে ধর্ম নয় হাটে বেচে)
মনুষ্যত্বের মানবিকতাই ধর্ম,
(তা বলে অধর্মকে দেবে যেচে?)
অধর্ম উদারতাহীন উপাসনা
(তাতে ধর্মের জন্য ধর্ম কাঁদে)
কদর্য কলঙ্কিত কর্ম।
(বন্ধুত্ব শেষ হয় বৈরীতার ফাঁদে)
                   -------- রঞ্জন গিরি।