বাল ছেঁটে হাল ফিরেছে
ভালে তিলক কেটে,
চাল দিয়ে ঢাল করেছে
ভোলে মানুষ চেটে।


আট-ঘাট বেঁধে হাট বসিয়ে
লাটে তুলে ভক্তে,
জাত দিয়ে ভাত কাড়ে সে
হাত ভরায় রক্তে।


স্কন্ধে স্কন্ধে মিলায় দ্বন্ধে
বন্ধ করে শুভ কাজ,
টিকি নেড়ে ঢেঁকি পুজে
মেকি সাজে ধর্মরাজ।
              ------ রঞ্জন গিরি।