ধর্ম ধূলায় দিওনা গুরু
আবর্জনা লাগবে গায়ে,
দুর্গন্ধে দুধের শিশুও তখন
দুর্লভ ঘৃণা দানবে পায়ে।


হীনমন্যতায় হিংসার বীজ
পুঁতছ কেন প্রীত হয়ে?
বিষবৃক্ষের বিষাক্ত ছায়ায়
পড়শী মরবে প্রাসাদ লয়ে।


উস্কে লোকে উপোস খাওয়াও
মনের রোগে মারো ভাতে,
শশী শশধর এক নয় শেখাও
আলোর নিন্দা আলেয়ার স্রোতে।


ধর্মের যাদুতে দিচ্ছ ধোঁকা
মারছো মুক মানুষ গুলো,
ঢপের কথায় ঢালছো বিষ
উদর পুড়ে ঊষর হলো।


উত্তরে ঠেলে উতরে যাও
উত্তম হতে সবার কাছে,
ব্যবসা করো বৃহৎ মাপের
ধর্ম কর্মকে হাটে বেচে।
           -------- রঞ্জন গিরি।