ধিতাং ধিতাং মাদোলের বোলে
                       দিচ্ছে মানুষ মিছিল,
ধিন ধিনা ধিন চলে নাচন কুঁদন
                      কেউ বসে নেই তিল।


ধিক্ ধিক্ বলছে কু-কথা শুনি
                      কেউ বিরোধীর নামে,
ধিকি ধিকি উঠছে পারদ আজ
                      মিথ্যে প্রবঞ্চনার ধুমে।


ধিক্কার দেয় কেউ কালো সেলো
                      মুখমন্ডলে বেঁধে রেখে,
ধিঞ্জিপনা করে ধিঞ্জি লোকেরা
                       বোকায় হেঁকে ডেকে।


ধিষণ ধিঞ্জির কপাল জুড়ে আজ
                            করছে ছোটা ছুটি,
ধিনিগৌর ভেবে ধিঞ্জি নিজে নিজে
                        নাচে সেজে পরিপাটি।


ধিস্ক্রিত হয়ে বিরোধী নেতা সকল
                       ধামাল হয়ে পড়ে উঠে,
ধিষণা দিয়ে বিরোধীরা সকলেই
                      আসে জিতে ভোট মাঠে।


ধিৎকার জানায় কু-কথার লাগি
                                ঋজু মানুষ জন,
ধিমিয়া ধুপিকা কাটে সৎ এর
                            আসে চির শুভক্ষণ।
               ----------  রঞ্জন গিরি।