দীপ শিখায় আকাশ ভরুক
দেওয়ালী হোক আঁধার মুছে,
আলোর উৎসবে মাতুক সবাই
ভ্রাতৃত্ব বোধ থাকুক কাছে।


পুড়ে যাক পাপীর পাঠশালাটা
আগুনের ওই লেলিহানে,
আলোকের ওই ঝর্ণা ধারায়
পাপ ধুয়ে ফিরুক উত্তরণে।


প্রদীপ জ্বলুক পরম সুখে
পড়ুক আলো দীন উঠোনে,
ভরে যাক তার অন্দরমহল
সুখে থাক তাঁর আপনজনে।


পঞ্চভূত জ্বলুক প্রদীপ শিখায়
কলুষিত মন পুড়ে হোক ছাই,
পঞ্চ ইন্দ্রিয়তে ভরুক আলো,
দীপ্তিসাধনে দীপাবলী চাই।
                 -------- রঞ্জন গিরি।