পচা পাঁক মেখেছে সমাজ
দৌরাত্বের দুর্গন্ধ দিকবিদিক,
বুদ্ধিজীবী বনের বিরোচক প্রাণী
ন্যাকড়া নাকে, তবু বলে ঠিক।


ময়লা জমে মরুক সমাজ
বিদ্বজন বিছানায় ডাকুক নাক,
আপনার আপন অমরত্ব পেতে
অপরের অস্তিত্ব চুলোয় যাক।


দুর্গন্ধের দাসত্বে অকৃত্রিম প্রেম
গ্রীষ্মকে দেখায় গরমের ভয়,
সুধীজনেরা সবার সুপ্রিয় হতে
কাদার প্রত্যয়ে কর্মফলে জয়।


খোস পাঁচড়া থাকে খুশী মনে
গাত্রচর্মে গরিমার গান গায়,
সমাজ সংস্কারক সুখের নেশায়
চুলকানি নিতে তার চুমু খায়।
               ------- রঞ্জন গিরি।