দৃশ্যহীন দুশমন আজ
বিশ্ব করছে শাসন,
মরছে মানুষ অসহায়য়ে
আতঙ্কে করে পোষন।


বিজ্ঞের বিজ্ঞান হাত তুলেছে
ঈশ্বর এখন ভরসা,
ত্রৈলক্যের ত্রাস ভুলে মানুষ
চায় স্বস্তির বর্ষা।


সংক্রামিত দেখি সর্বত্র আজ
মরছে করোনা বিষে,
ধনীর ধাম দারিদ্রতার কুটির
ভাইরাস ভাবির রোষে।


বন্ধুত্বে বিভেদ হয়েছে শুরু
বৈষম্য করছে কোলাকুলি,
হৃদ্যতা আজ হৃদয় ছেড়েছে
কাপড় চেপে হারায় বুলি।
              --------- রঞ্জন গিরি।