দুর ! দুর !
দেশ জালি তে ভরপুর!
আমরা কি নিয়ে বাঁচি,
আদৌ কি বেঁচে আছি?
সংশয় করি তাই নিয়ে,
সোহাগ করি নকল দিয়ে।
দেশে নকল সব করে কুর কুর! দুর ! দুর !


দুর ! দুর !
চারিদিক নকল করে ঘুর ঘুর!
গরুকে দেওয়ায় হরমোন,
তাতে গরু দুধ দেয় মন মন।
গুঁড়ো সাবান তরল দুধে,
তাতেই মোরা মেটাই ক্ষিদে।
দেহের স্বাস্থ্য ভেঙ্গে চুর চুর!দুর ! দুর !


দুর ! দুর !
গলায় নকল বসায় ক্ষুর!
ভাতে নকল পাতে নকল,
আসল চিনতে খাই ধকল।
নকল ঘিয়ে খাই যে লুচি,
নকল গঙ্গায় হই যে শুচি।
ঘরে,নকল ঢুকে সুড়সুড়!  দুর ! দুর !


দুর ! দুর !
নেতা মোদের ভাবে কুকুর!
ওরা নকল মুখোশ পরে,
সাচ্চা সাধুর বেশ ধরে।
সৎ মানুষে ভুল বুঝে,
মোরা অসৎ-এ যাই মজে।
ভালো মানুষে পেটাই প্রচুর!দুর ! দুর !


দুর ! দুর !
বুক করে শুধু দুড় দুড়!
ঘুষ খোরের ঘুষ খোর,
নকল সেজে লাগায় ঘোর।
চাকরির নেশায় হয়ে বিভোর,
তস্য খোরের খুঁজি দোর।
স্বপ্নের ঘর ভাঙ্গে হুড়মূঢ়! দুর ! দুর !


দুর ! দুর !
কানে বাজে কি যে সুর!
মতো শিল্পীর নকল গান,
ঝালাপালা করে কান।
নিজস্বতার কিছু নেই,
শুধু নকল নিয়ে ধেই ধেই।
নিজ মেধায় করে পানা পুকুর! দুর ! দুর !
                     -----------   রঞ্জন গিরি।